ক্ষতিগ্রস্ত সব সড়কের মেরামত কাজ ঈদের আগেই শেষ করতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
৩০ মে ২০২৪


ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত সব সড়কের মেরামত কাজ ঈদের আগেই শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঈদের আগে নতুন করে কোথাও খোঁড়াখুড়ি করে যেন জনভোগান্তি সৃষ্টি না করা হয়, সেই বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে)  রাজধানী ঢাকার বিআরটিএ কার্যালয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন নিরাপদ করার লক্ষ্যে আয়োজিত এক সভায় এ নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভা শেষে সাংবাদিকের বিষয়টি জানিয়েছেন সেতুমন্ত্রী নিজেই।

ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায়  কেউ যেন বাড়তি ভাড়া আদায় করতে না পারে, সে বিষয়ে তৎপর থাকতে হবে।  ঢাকার বাস টার্মিনালগুলোর বাইরে যেন কোনও বাস দাঁড়িয়ে না থাকতে পারে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন,হেলমেট ছাড়া সিএনজি স্টেশনে যেন কেউ তেল নিতে না পারে, আমি মন্ত্রীর লোক, এমপির লোক... এসব বলে যেন কেউ ছাড় না পায়। ফিটনেসবিহীন কোনও বাস যেন চলতে না পারে, বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর