পৈতৃক জমির তিন টন ধান খাদ্য গুদামে বিক্রি করে ৯৬ হাজার টাকা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পুবের বিলের জমিতে এ ধানের আবাদ করা হয়। সরকারি দর ৩২ টাকা কেজি হারে তিন টন ধান বিক্রি করা হয়েছে। টুঙ্গিপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বোরো মৌসুমে খাদ্য গুদামে প্রথমবার পৈতৃক জমির ধান বিক্রি করেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, টুঙ্গিপাড়ায় এ বছর সরকারিভাবে মোট ৯২৩ টন ধান সংগ্রহ করা হবে। এ জন্য প্রাথমিকভাবে ৩০৮ কৃষককে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী নির্বাচিত কৃষক হিসেবে নিজের নামে তিন টন বোরো ধান বিক্রি করেছেন।
টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, পুবের বিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈতৃক জমি অনাবাদি হিসেবে পড়েছিল। গত মৌসুম থেকে প্রধানমন্ত্রীর উদ্যোগে সেখানে সমবায়ভিত্তিতে বোরো আবাদ শুরু হয়েছে। গত মৌসুমে পৈতৃক ১৭ বিঘা জমি থেকে ১৫০ মণ ধান পেয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার ওই জমিতে বোরো ধানের আবাদ করা হয়। সেখানে থেকে তিন টন ধান খাদ্য গুদামে বিক্রি করা হয়েছে। সূত্র- জাগো নিউজ
বিডি২৪অনলাইন/এন/এমকে