ঈদুল আজহায় পশু কোরবানির পরের দিন সূর্য উদয়ের আগেই পশুর বর্জ্য অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) ঢাকার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম। সূর্য উদয়ের পর যেন কোথাও কোনো ধরনের বর্জ্য না থাকে সেই বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি, গাজীপুর সিটি কর্পোরেশনের জায়েদা খাতুনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঈদের দিন সকাল ৮টা থেকে কোরবানি শুরু হবে। সম্ভব হলে পশুর বর্জ্য ঈদের রাতের মধ্যে শেষ করতে হবে। দুই সিটি কর্পোরেশন সফলতার পরিচয় দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। বলেন, এরপরেও যদি কোনো কোরবানি করে থাকে, সেটিও অপসারণ করতে হবে।
মন্ত্রী বলেন, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে। পশু জবাইয়ের জন্য স্বাস্থ্যসম্মত স্থান নির্ধারণ নিশ্চিত করতে হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে