আয়ারল্যান্ডে জন্ম নেওয়া বিদেশি নাগরিকদের শিশুসন্তানদের জন্য নাগরিকত্ব পাওয়ার শর্ত শিথিল করার কথা জানিয়েছে দেশটির সরকার। এ বিষয়ক একটি বিলে মন্ত্রিসভার অনুমোদন চেয়েছেন আইরিশ জাস্টিজ মিনিস্টার। প্রস্তাবটি মন্ত্রিসভায় গৃহীত হলে যেসব বিদেশি নাগরিকের সন্তান আয়ারল্যান্ডে জন্ম নেবে তাদের আইরিশ নাগরিকত্ব পাওয়া আগের চেয়ে সহজ হবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, আয়ারল্যান্ডে জন্ম নেওয়া বিদেশি নাগরিকদের শিশুসন্তানদের নাগরিকত্ব পাওয়ার জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হয়। সেক্ষেত্রে তাদের পূর্ববর্তী আট বছরের মধ্যে অন্তত চার বছর এবং আবেদন করার আগে সর্বশেষ এক বছর বিরতিহীন আয়ারল্যান্ডে বসবাস করতে হবে।
নতুন প্রস্তাবনা অনুযায়ী বসবাস করার শর্ত পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হবে। এর ফলে যেসব বিদেশি নাগরিকের শিশুসন্তানরা জন্মসূত্রে আইরিশ নাগরিকত্ব পেতে চায় তারা আরও সহজে সেটি পাবে।