পঞ্চগড়ে চেয়ারম্যান-ইউপি সদস্যের পরকীয়া সম্পর্ক গড়ালো থানায়

পঞ্চগড় প্রতিনিধি
৩১ মে ২০২৪

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বউ ও স্বামী রেখে  পরকীয় সম্পর্কে মজেছেন পামুলি ইউনিয়নের চেয়ারম্যান মনিভূষন রায় ও তার পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য মোছা. রাশেদা বেগম। পরিস্থিতি বেগতিক অবস্থায় যাওয়ায় প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছেন রাশেদা বেগমের স্বামী আবু সাঈদ।

মনিভূষন রায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছেন  জানিয়েছেন। আবু সাঈদ হাসানপুর কাঠালতলী এলাকার হাবিবুর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাশেদা বেগমের সংসারে দুটি সন্তান রয়েছে। তার স্বামী  ভাগ্যন্নোয়নে চার বছর আগে বিদেশে যান। সেখান থেকে স্ত্রীর হিসাব নম্বরে টাকা পাঠাতেন। এরই মধ্যে রাশেদা বেগম পামুলি ইউনিয়নের চেয়ারম্যান মনিভূষন রায়ের সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।

এদিকে বিদেশে থেকে দেশে ফেরেন আবু সাঈদ। এরপর স্ত্রীর কাছে পাঠানোর টাকার হিসাব চাইলে সে বিভিন্ন তালবাহানা করে। পরে রাশেদা পরকীয়া আর কিছু টাকা চেয়ারম্যানকে দেওয়ার কথা স্বীকার করে। সেই সঙ্গে অনুতপ্ত হয়ে কৃতকর্মের জন্য ক্ষমা চায়।  তাকে ক্ষমা করে দেওয়ার পরে পরকীয়া সম্পর্ক  চলমান রাখে। চেয়ারম্যানকে এ বিষয়ে বাঁধা দিলে তিনি বিভিন্নভাবে হুমকি দেন

সরেজমিনে হাসানপুর কাঠালতলি এলাকার জামাল আবেদীন, আবু,রিপন,জয়নাল আবেদীন,হায়দার আলী,সাজেদা বেগম,রাবেয়া, মনোয়ারা,আনোয়ারাসহ আরো একাধিক স্থানীয়রা জানান, চেয়ারম্যান মনিভূষন রায় প্রতি সপ্তাহে তিন চারদিন  রাশেদার বাড়িতে নিয়মিত যাতায়াত করেন। এমনকি চেয়ারম্যান সেখানে জগৎনাথ নামে একজন গ্রাম পুলিশ রেখেছেন। সে ওই বাড়ির গরুর গোবর ফেলা থেকে শুরু করে যাবতীয় কাজ করে দেন।

আবু সাঈদ বলেন, পরকীয়ার কারণে বর্তমানে স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে বাড়িতে প্রবেশ করতে দেয় না। এখন আমি নিঃস্ব।

আবু সাঈদের স্ত্রী  রাশেদা বেগম বলেন, আমার স্বামী আমাকে না বলে গরু বিক্রি করে দিয়েছে। কিছু টাকা আছে, এ জন্য মানুষের পরামর্শে চলে। সংসারে একটু কলহ বিবাদ থাকতেই পারে।

অভিযুক্ত পামুলি ইউনিয়নের চেয়ারম্যান মনিভূষন রায় জানান, সাবেক ইউপি সদস্য ছিল রাশেদা বেগম। এ জন্য প্রয়োজনে মাঝে মাঝে তার বাড়িতে যাওয়া হতো। তবে গত মাস থেকে আর যাইনি।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর