ছোটবেলায় একদিন অভিনেত্রী দিব্যা দত্তের বাবা তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমার বাচ্চা আজ কী শিখেছে? উত্তরে বাবার সামনেই দিব্যা কয়েকটি গালিগালাজ করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ ঘটনার কথা নিজেই জানিয়েছেন দিব্যা।
অভিনেত্রী দিব্যা দত্তের ছেলেবেলা কেটেছে পাঞ্জাবের একটি শহরে। সেই অতীত হাতড়ে অভিনেত্রী আরও বলেন, সেই ঘটনার পরে আমার ব্যাগ গোছাতে শুরু করেন বাবা। এরপর পাঞ্জাব থেকে দিল্লিতে পিসির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আমাকে। বাবার মৃত্যু পর্যন্ত সেখানেই ছিলেন বলে জানান দিব্যা।
অভিনেত্রী জানান, বাবা গত হওয়ার পরে ফের পাঞ্জাবে মায়ের কাছে আসেন তিনি। তিনি জানান, বাড়িতে মজার পরিবেশ ছিল। নিজেদের মতো করেই জীবনযাপন করতেন তারা।
দিব্যা বলেন, বাড়িতে আমি নিজের মতো করেই নাচ করতাম। আর পুরনো দিনের অভিনেত্রীদের মতো সাজগোজ করে দেখাতেন মা। আমরা পঁচা টোম্যাটো নিয়ে বসতাম। ঠিকঠাক না হলে একে অন্যকে টোম্যাটো ছুঁড়ে মারতাম। সম্পর্কটা আমাদের মধ্যে বন্ধুত্বের- যোগ করেন অভিনেত্রী।
বিডি২৪অনলাইন/ই/এমকে