সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে এক সহকারি উপপরিদর্শকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) রাতে কলারোয়া থানা চত্বরে এ ঘটনা ঘটে। হামলা জড়িতদের মধ্যে পরে পুলিশ মজনু চৌধুরী নামে একজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- এএসআই আসলাম, কনস্টবেল মলিন, ফয়সাল ও মিজন। বর্তমানে তারা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কলারোয়ার জুঁইখালী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর সমর্থকরা জুঁইখালী এলাকায় একটি বিজয় মিছিল বের করেন। এ মিছিলে বাঁধা দেন সাবেক চেয়ারম্যান অজিয়ারসহ স্থানীয় মিজান সরদার ও বাবু হোসেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় অজিয়ার রহমান থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।
আমিনুল ইসলাম লাল্টুর ভাগ্নে ইমরান সরদার জানান, থানায় অভিযোগের পর দু’পক্ষই থানা চত্বরে হাজির হন। থানায় কথিত সালিশ শুরু হওয়ার আগে ওসি রফিকুল ইসলামকে গালাগাল করতে থাকেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজনু চৌধুরী। এ সময় পুলিশ সদস্যরা ওসির পক্ষে প্রতিবাদ করলে মজনু চৌধুরী ও তার লোকজন চার পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মজনু চৌধুরীকে আটক করা হয়েছে। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে। তিনি নির্দেশনা দিলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে