আরেকটা বিশ্বকাপ খেলতে চান সাকিব

নিজস্ব প্রতিবেদক
৩১ মে ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমেরিকাতে রয়েছে বাংলাদেশ দল। সেই দলে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বিশ্বকাপ ভাবনা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে বিসিবি।

আরো একটা বিশ্বকাপ খেলার আশা প্রকাশ করে সাকিবের বলেন, দুজন খেলোয়াড়- আমি এবং রোহিত শর্মাই হয়তো সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছি। আশা করব, আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। 

বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিকভাবই সাক্ষাৎকার প্রচার করছে  বিসিবি। সাকিবের সাক্ষাৎকার তারই একটা অংশ। সাকিব জানা, শুরু থেকে পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে, সবগুলোতেই অংশ নিতে পেরেছি আমি। এটা আমার জন্য গর্বের আনন্দের। একই সময়ে দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।

বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে, সে আশাও প্রকাশ করেন সাকিব।

সাকিবের সেকেন্ড হোম যুক্তরাষ্ট্রে। তাই সেখানকার উইকেটে বাড়তি সুযোগ-সুবিধা বাংলাদেশ পাবে কিনা, সে প্রসেঙ্গ সাকিব বললেন,  হোম অ্যাডভান্টেজ পাবে কি না বলাটা মুশকিল। তবে পাবে বলেই মনে করেন তিনি।

তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা- দুটো জায়গাতেই এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি  আমরা, বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে  সব সময়ই সুবিধা পাই। কারণ সেখানকার পিচগুলো অনেকটা আমাদের মতোই। তাই দুই জায়গাতেই সুবিধা পাব বলে আশা করছি।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর