হালকা থেকে ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
৩১ মে ২০২৪

সারাদেশে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিনে সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকলেও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার (৩১ মে) সকাল ৯টা পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাবাসে তথ্য জানানো হয়েছে।

পূর্ভাবাসে বলা হয়েছে,  বিভাগগুলোর মধ্যে রংপুর, ময়মনসিংহ সিলেটের অনেক জায়গার পাশাপাশি রাজশাহী, ঢাকা চট্টগ্রামের কিছু জায়গায় এবং খুলনা বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর রংপুর, ময়মনসিংহ সিলেটের কোথাও কোথাও  মাঝারি বর্ষণ থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।  বৃষ্টির সময় দমকা হাওয়া বয়ে যেতে পারে।

 

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর