ফল বাতিল ও ভোট পুনঃগণনার দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
৩১ মে ২০২৪

নাটোরের গুরুদাসপুরে উপজেলা পরিষদ নির্বাচনের ফল বাতিল ও ভোট পুনঃগণনার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকালে কাছিকাটায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।  পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা মানববন্ধন আর পরাজিত প্রার্থীরা সংবাদ সম্মেলন করেছেন।

মানববন্ধনে নেতৃত্ব দেন চেয়ারম্যান পদের পরাজিত প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন। এ সময় পরাজিত দুই ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি এবং হুমায়ূন কবির প্রিন্স উপস্থিত ছিলেন।

এদিকে নির্বাচনের ফল ঘোষণার পর কারচুপিসহ নানা অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ পোষ্ট করেছেন পরাজিত প্রার্থীদের দুই কর্মী। এ ঘটনায় ইকবাল তালুকদার নাদিম পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গত ২৯ মে গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। বেসরকারিভাবে  চেয়ারম্যান পদে আহম্মদ আলী, ভাইস চেয়ারম্যান পদে শরিফুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহিদা আক্তার মিতা  নির্বাচিত হয়েছেন।

রাতে ফল ঘোষণার সময় পরাজিত প্রার্থী ও তাদের সমর্থকরা ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফলের তালিকা উন্মুক্ত প্রকাশের দাবি জানান। কিন্তু রিটার্নিং কর্মকর্তা সেটা না মানলে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক মোহাম্মদ আতিয়ার রহমান বাঁধনের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে উঠেন। একপর্যায়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক মোহাম্মদ আলীর ছেলে রাসেদ অপর প্রার্থী আতিয়ার রহমান বাঁধন রিটার্নিং কর্মকর্তাকে উদ্দেশ্যে করে অশালীন ভাষায় গালমন্দ করেন। পরিস্থিতি সামাল দিতে বিজিবি কয়েক দফা লাঠি চার্জ করে।

পরাজিত প্রার্থী সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন বলেন, নির্বাচনে পেশিশক্তি ব্যবহার এবং অর্থনৈতিক লেনদেন করা হয়েছে। এ কারণে আহম্মদ আলী মোল্লাকে ঘোষণার মাধ্যমে বিজয়ী করেছেন রির্টানিং কর্মকর্তা। তারা নির্বাচনের ফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানান।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিন্ত পরাজিত প্রার্থীর কিছু অতি উৎসাহি কর্মী-সমর্থকরা উস্কানিমূলক পোষ্ট করায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর