দলিত ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে অজয় দেবকে

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৪

ভারতের প্রথম দলিত ক্রিকেটার পালওয়াঙ্কার বালুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলিউড নায়ক অজয় দেবগনকে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে   শুটিং শুরু হবে এ সিনেমার। নির্মাতা তিগমাংশু ধুলিয়া সিনেমাটি নির্মাণ করবেন।

এ সিনেমার প্রযোজক প্রীতি সিনহা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- বিষয়টি জানিয়েছেন। এর আগে ময়দানসিনেমায় কোচেরভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন দেব।

ইতিহাসবিদ রামচন্দ্র গুহ রচিত কর্ণার অফ ফরেন ফিল্ড’ অবলম্বনে নির্মাণ হবে পালওয়াঙ্কার বালুর বায়োপিক। ক্রিকেট ক্যারিয়ার শুরুর আগে পালওয়াঙ্কার বালুকে যেভাবে শ্রেণি বৈষম্যের শিকার হতে হয়েছিল, সেই সংগ্রামের গল্প ফুটিয়ে তোলা হবে এ সিনেমায়।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর