ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঢাকার সময় অনুযায়ী শনিবার ( জুন) দিনগত রাত সাড়ে আটটায় নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ হবে।

যুক্তরাষ্ট্রের পর নিজেদের শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ এটা টাইগারদের। এর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে অফিসিয়াল প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ।  - ব্যবধানে এ সিরিজ হেরেছে টাইগাররা।  এদিকে বিশ্বকাপ প্রসঙ্গে অলরাউন্ডার সাকিব আল হাসান জানান, বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের। এ টুর্নামেন্টের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে ঘরের কন্ডিশনের মতোই  টাইগাররা সুবিধা পাবে বলে মনে করেন তিনি। বিসিবির ভিডিও সিরিজদ্য গ্রিন রেড স্টোরিতে বিষয়টি তুলে ধরেন সাকিব।

এদিকে, প্রস্তুতি ম্যাচ হলেও বাংলাদেশের বিপক্ষে সেরা দল নিয়েই মাঠে নামবে ভারত। কেননা ম্যাচটি বিশ্বকাপের আগে ভারতের একমাত্র ম্যাচ। প্রায় দুই মাসের আইপিএল শেষ করে  এ টুর্নামেন্টে  পা দিয়েছে ভারত। তাই এ ম্যাচ দিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল। বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর