রাজশাহীর তানোরে ১৩ বছরের শিশু বলাৎকারের অভিযোগে রুস্তম আলী নামের স্থানীয় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) রাত ১২ টার দিকে রাজশাহী রেল স্টেশনের পাশে থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তার বিরুদ্ধে ভুক্তভোগীর বাবা তানোর থানায় একটি মামলা করেন।
রুস্তম আলী কামারগাঁ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি হরিপুর গ্রামের মৃত ইয়ার আলীর পুত্র।
জানা গেছে, ভুক্তভোগী ৭ম শ্রেণীর শিক্ষার্থী। মোবাইল ফোন কিনে দেওয়ার প্রলোভন দিয়ে কাদিরপুর গ্রামের একটি পুকুর পাড়ে তার ওপর এমন নিপীড়ণ চালায় অভিযুক্ত। সেই চিত্র মোবাইলে ধারণ করে। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।
কামারগাঁ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক (উত্তর শাখা) হায়দার আলী জানান, তার কোন দায় দায়িত্ব সংগঠন বহন করবে না, এমন ব্যক্তির সংগঠন করারও দরকার নেই। সভাপতির সঙ্গে আলোচনা করে তাকে বহিষ্কার করা হবে। সভাপতি শাফিউল ইসলাম বলেন, উপজেলা সভাপতি দেশের বাহিরে আছেন। তিনি ফিরলেআলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/মানিক হোসেন/সি/এমকে