সাতক্ষীরার তালায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। আব্দুল হান্নান মোল্যা জালালপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামের বাসিন্দা ।
তাঁর জানাযার আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- তালা উপজেলা পরিষদে চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, তালা থানার পরিদর্শক (তদন্ত) এম এম সেলিম, জালালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবুল খায়ের গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শেখ জাহিদুর রহমান লিটু, মো. আবু হোসেন অপু প্রমূখ।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে