নওগাঁর ধামইরহাটে এক দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার (১ জুন) দিনব্যাপী এ ক্যাম্পেইনে ২০ হাজার ৬২৫ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
জানা গেছে এ দিন সকাল আটটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. বেদারুল ইসলাম এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
উপজেলায় ১৯২টি কেন্দ্রসহ মোট ১৯৩ কেন্দ্রে এ ক্যাম্পেইন হয়। সকাল আটটায় শুরু হওয়া এ ক্যাম্পেইন শেষ হয় বিকেল চারটায়। ক্যাম্পেইনে ৬ থেকে ১২ মাস বয়সী ২২৬৩ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৮ হাজার ৩৬২ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। প্রতিটি কেন্দ্রে ২ জন করে মোট ৩শ ৮৬ জন স্বেচ্ছাসেবী দ্বায়িত্ব পালন করেন।
বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে