ধামইরহাটে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
০১ জুন ২০২৪

নওগাঁর ধামইরহাটে এক দিনব্যাপী জাতীয় ভিটামিনপ্লাস ক্যাম্পেইন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে  শনিবার ( জুন) দিনব্যাপী এ ক্যাম্পেইনে ২০ হাজার ৬২৫ জন শিশুকে ভিটামিন '' প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

জানা গেছে এ দিন সকাল আটটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. বেদারুল ইসলাম ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

উপজেলায় ১৯২টি কেন্দ্রসহ মোট ১৯৩ কেন্দ্রে এ ক্যাম্পেইন হয়। সকাল আটটায় শুরু হওয়া ক্যাম্পেইন শেষ হয় বিকেল চারটায়। ক্যাম্পেইনে ৬ থেকে ১২ মাস বয়সী ২২৬৩ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৮ হাজার ৩৬২ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়।  প্রতিটি কেন্দ্রে জন করে মোট ৩শ ৮৬ জন স্বেচ্ছাসেবী দ্বায়িত্ব পালন করেন।

বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর