শনিবার (১ জুন) রাত ৯টা পরবর্তী ৫ ঘণ্টায় দেশের ১১ জেলায় কালবৈশাখীসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। দেশের আবহাওয়া নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পক্ষ থেকে শনিবার (১ জুন) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।
বিডব্লিউওটি’র পূর্বাভাস বলছে- মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, দক্ষিণ গোপালগঞ্জ এবং এর পার্শ্ববর্তী এলাকায় এ ঝড়-বৃষ্টি হতে পারে। এসব এলাকায় এ সময় সবাইকে বাড়তি সতর্কতার মধ্যে থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
ওদিকে আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতের মধ্যে খুলনা বিভাগের সংশ্লিষ্ট এলাকাগুলোতে কালবৈশাখীর প্রভাব বেশি পড়তে পারে।দেশের বেশ কয়েকটি জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে