দেশের ১৬ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জলীয় বাস্পের আধিক্যের কারণে এসব এলাকার মানুষ চরম অস্বস্তিতে ভুগছেন। এদিকে ২৪ ঘণ্টার মধ্যে এসব এলাকার কিছু জায়গায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। শনিবার (১ জুন) সন্ধ্যা ৬টা পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতরের হিসাবে তাপপ্রবাহে আক্রান্ত জেলাগুলো হচ্ছে- ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা।
পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগগুলোর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশালের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
তাপমাত্রা সারাদেশে দিনের বেলায় সামান্য হ্রাস পেতে পারে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা। আগামী ৫ দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে যশোরে, সেখানে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নীলফামারীর ডিমলায়, ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
বিডি২৪অনলাইন/এন/এমকে