শনিবার (১ জুন) ভারতের লোকসভার নির্বাচন শেষ হয়েছে। ফল প্রকাশ হবে আগামী ৪ জুন। তার আগে ভোটগ্রহণের পর নির্বাচনের বুথ ফেরত জরিপ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এ জরিপ প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে জয় পাওয়ার দাবি করেছেন। ওদিকে মোদির দাবির পরপরই একই ধরণের দাবি জানিয়েছে কংগ্রেস। খবর রয়টার্স
খবরে বলা হয়েছে, বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে বুথ ফেরত জরিপ প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। জরিপে গত দুইবারের মতো এবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা (৩৫০টির বেশি আসন) অর্জন করতে যাচ্ছে মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ড্যামোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)।
এ জরিপ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেশ কয়েকটি পোস্ট করেছেন মোদি। সেখানে তিনি উল্লেখ করেছেন, ভারতের জনগণ এনডিএ সরকারকে পুননির্বাচিত করতে ভোট দিয়েছে। ভোটার এবং দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে জয়ের দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি মোদি।
ওদিকে রাহুল গান্ধীর ভারতীয় কংগ্রেসও জয়ের পাওয়ার দাবি করেছে। বলেছে এবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, ২৯৫টিরও বেশি আসনে জয় পাবে তারা।
দুই পক্ষই জয়ের দাবি করলেও, আসলে কোন দল সরকার গঠন করবে, সেটা জানা যাবে আগামী ৪ জুন। এদিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু করবে দেশটির নির্বাচন কমিশন।
ভারতের লোকাসভায় মোট ৫৪৩টি আসন রয়েছে। সরকার গঠন করতে হলে কোনো দল বা জোটকে অন্তত ২৭২টি আসনে জয় পেতে হবে।
বিডি২৪অনলাইন/আই/এমকে