রড দিয়ে মাথায় আঘাতের পর পানিতে ফেলে শ্যালককে হত্যা করে ভগ্নিপতি

নোয়াখালী প্রতিনিধি
০২ জুন ২০২৪

নোয়াখালীর সুবর্ণচরে জেলে রিপন হত্যা মামলার প্রধান আসামি জামাল উদ্দিন (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব। একই সঙ্গে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। র‌্যাব বলছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্বের ক্ষোভ থেকেই রিপনকে হত্যা করে জামাল। প্রথম রড দিয়ে মাথায় আঘাত ও পরে ডোবার পানিতে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়। জামাল উদ্দিন  রিপনের ভগ্নিপতি।

 জামাল উদ্দিন (৪০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চরমাকছুমুল গ্রামের মো.মোস্তফা সওদাগরের ছেলে। শুক্রবার জেলার বেগমগঞ্জের চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার ও রহস্য উদঘাটনের বিষয়টি শনিবার রাতে জানিয়েছে র‌্যাব।

এর আগে ২৯ মে রাতে উপজেলার চরমাকছুমুল গ্রামের মেঘনা নদী সংলগ্ন এলাকায় রিপনকে হত্যা করা হয়। রিপন (৫২) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চরমাকছুমুল গ্রামের মৃত মো.হাবিব উল্ল্যার ছেলে। 

র‌্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারি পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল উদ্দিন হত্যার কথা স্বীকার করেছে।

জামাল উদ্দিনের বরাত দিয়ে র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান,  পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে নিজের স্ত্রী এবং স্ত্রীর বড় ভাই রিপনের সাথে  বিরোধ চলছিল জামাল উদ্দিনের। এরই ধারাবাহিকতায় তাকে হত্যার পরিকল্পনা করা হয়। সে মোতাবেক ২৮ মে রাত ১১টার দিকে একটি লোহার রড নিয়ে উপজেলার বেলাল কোম্পানী মসজিদের পাশে ওঁৎ পেতে থাকে জামাল। রিপন ঘটনাস্থলে পৌঁছলে জামাল লোহার রড দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করে। এসময় ভিকটিম রাস্তায় পড়ে যায়।  কিছু পথচারী রাস্তা দিয়ে সেদিকে আসতে দেখে ভিকটিমকে টেনে রাস্তার পাশে ডোবার পানিতে ফেলে দেয় জামাল। এরপর বাড়িতে চলে যায়। বাড়ি থেকে জামা কাপড় পরিবর্তন করে রাত দেড়টার দিকে পুনারায় ঘটনাস্থলে যায়। এরপর রিপনের মৃত্যু নিশ্চিত দেখে লাশটি কাঁধে নিয়ে মেঘনা নদীর কিনারায় ফেলে দেয়। পরে তার স্ত্রীকে বিশেষ প্রয়োজনে চট্টগ্রামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আত্মগোপনে চলে যায়। ঘটনায় রিপনের ছেলে আরমান হোসেন বাদী হয়ে চরজব্বর থানায় একটি হত্যা মামলা করে। জামালকে চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

বিডি২৪অনলাইন/দেলোয়ার হোসেন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর