দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
০২ জুন ২০২৪

২০১৮ সালে বঙ্গবন্ধু- স্যাটেলাইট উৎক্ষেপণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। এখন বঙ্গবন্ধু- স্যাটেলাইট উৎক্ষেপণ করার প্রস্তুতি নিচ্ছে তারা। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ( জুন) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনেআমার চোখে বঙ্গবন্ধুশীর্ষক ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। সেখানে শেখ হাসিনা বলেন,আমরা এখন দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি।

দেশের উন্নয়নমূলক কর্মকান্ডের সমালোচকদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এ দেশে কিছু মানুষ আছে, যাদের কিছুই ভালো লাগে না। যেটাই করবে সরকার, তারা বলবে এটার কী দরকার ছিল। তারা বলে, স্যাটেলাইট, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে- এটার কী দরকার! খামাখা পয়সা নষ্ট! এ রকম নেতিবাচক মনোভাব নিয়েই চলে তারা। কিন্তু এগুলো তৈরির পর খুব মজা করে ব্যবহার করে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না উল্লেখ করে সরকার প্রধান বলেন,  ৭৫-এর পর আমরা ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছিলাম। কিন্তু সরকারে আসার পর  আমরা খাদ্য নিরাপত্তা, লেখাপড়া নিশ্চিত করেছি। আমরা বলেছি- আমরা কারও কাছে হাত পাতব না।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর