পঞ্চগড়ে নুরিনা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

পঞ্চগড় প্রতিনিধি
০২ জুন ২০২৪

ঘটনার ৯ বছরের মাথায় পঞ্চগড় নুরিনা বেগম (৩০) হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে মামলাটির দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

রোববার ( জুন) দুপুরে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামীরা- সদর উপজেলার নিমাইপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. কাবুল হোসেন সহিদ্লু (৩৫) একই উপজেলার গোলাবাড়ি এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে নাজমুল হুদা (৩৮)

নুরিনা বেগম সদর উপজেলার ডাঙ্গীপুকুরী এলাকার মৃত কাসিম উদ্দিনের মেয়ে ও বোদা উপজেলার সাকোয়া এলাকার বাবলুর স্ত্রী। ২০১৫ সালে সেপ্টেম্বর মাসে তাকে হত্যা করা হয়। ১৫ সেপ্টেম্বর অমরখানা ইউনিয়নের প্রধানপাড়ার একটি বাগান থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ভাই মজির উদ্দিন থানায় মামলাটি করেন।

আদালত সূত্র জানা যায়, ২০১৫ সালের সেপ্টেম্বর নুরিনা তার ভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। পরের দিন বড় বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় সেপ্টেম্বর থানায় জিডিও হয়। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর তার লাশ উদ্ধার করা হয়।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আজিজার রহমান আজু বলেন, মামলাটিতে দুই আসামির বিরুদ্ধে যাবজ্জীবন আদেশ হওয়ায় বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর