বিএমইটির ছাড়পত্র পেয়েও মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ে কেন ১৬ হাজার ৯৭০ জন বাংলাদেশি কর্মী দেশটিতে যেতে পারেননি, সেটার কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মন্ত্রণালয়ের) নূর মোহাম্মদ মাহবুবকে প্রধান করে গঠিত কমিটিতেছয়জন সদস্য আছেন। সাত দিনের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। তাদের সুপারিশের ভিত্তিতে যারা এ জন্য দায়ী, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি আরও জানান, মালয়েশিয়ায় যেতে না পারা ভুক্তভোগীরা তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে পারবেন। প্রয়োজনে কর্মীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ৩১ মে পর্যন্ত ৫ লাখ ২৬ হাজার ৬৭৬ জনকে অনুমোদন দেওয়া হয়। বিএমইটির ছাড়পত্র পেয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৬৪২ জন। কিন্তু ৩১ মে পর্যন্ত ৪ লাখ ৭৬ হাজার ৬৭২ জন মালয়েশিয়া গেছেন। সেই হিসাবে ১৬ হাজার ৯৭০ জন যেতে পারেননি, তবে এ সংখ্যাটা কিছুটা কমবেশি হতে পারে বলেও জানান তিনি।
বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার খোলা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে মালয়েশিয়ার সরকারের সঙ্গে কাজ করছে সরকার। শ্রমবাজার ফের খুলবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে