ট্রলির ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা নিহত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০২ জুন ২০২৪

null

পাবনার চাটমোহরে মাটির ট্রলির ধাক্কায় রিতা গমেজ (৭০) নামের এক মহিলা নিহত হয়েছে। রোববার ( জুন) বিকালে ফৈলজানা ইউনিয়নের কৈইমহল  খ্রিষ্টান পল্লী এলাকায় দুর্ঘটনা ঘটে।

রিতা গমেজ ওই এলাকার বাসিন্দা ইগ্নাসিউস গমেজের স্ত্রী। ইগ্নাসিউস এখন বেঁচে নেই। এলাকাবাসী জানায়, মাটি নিয়ে ট্রলিটি স্থানীয় মাস্তান বাজার থেকে ফৈলজানা এলাকায় যাচ্ছিল। পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিতা গমেজকে ধাক্কা দেয় ট্রলিটি। এতে  গুরতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা সাংবাদিকদের  জানান, এ ঘটনায় কেউ এখনও কোন অভিযোগ করেননি। চালক পালিয়ে গেছে।  ট্রলিটি আটক করা হয়েছে

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর