জামায়াতে ইসলামির রাজনীতিকে সমর্থন করেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কথা নিজেই জানিয়েছেন তিনি। তার মতে, জামায়াতের রাজনীতির কৌশল বা প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত। অনেকটাই কমিউনিস্ট পার্টির মতো।
রোববার (২ জুন) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন। ফখরুল বলেন, তাদের ছাত্রশিবিরকে লেখাপড়া করতে হয়। নিজেরা বই প্রকাশ করে, পত্রিকা প্রকাশ করে। এর মানে জ্ঞানের চর্চা ছাড়া কখনো সফল হতে পারবেন না আপনি।
বিএনপি মহাসচিব জানান, শুধু স্লোগানের রাজনীতি করলে হবে না, জেনেশুনে রাজনীতি করতে হবে। তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম ঋণের কবলে পড়েছে, পুরো রাষ্ট্র এখন ঋণের ফাঁদে জর্জরিত। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মতো অনেক মেগা প্রকল্প ঋণ নিয়ে করা হলেও কাজ এখনো শেষ করতে পারেনি। লুটেরা সরকারকে ঠেকাতে না পারলে দেশের অস্তিত্ব টিকে থাকবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে