বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে এমনটাই আশা করছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে এ প্রসঙ্গে কথা বলেন শান্ত।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হেরেছে টাইগাররা। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ ছিল বাংলাদেশের। তবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গে শান্ত বলেন, “বোলাররা দুর্দান্ত কাজ করেছে, তবে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। শরিফুল এবং রিশাদ যেভাবে বোলিং করেছে, সেটা সত্যিই খুশির বিষয় বলে জানান তিনি।

বিশ্বকাপের মূল পর্ব প্রসঙ্গে শান্ত বলেন, আশা করছি আমরা ভালো করবো। আগে যা হয়েছে, সেটা নিয়ে ভাবছি না। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে,  সাহসী হতে হবে। নিজেদের সক্ষমতা বিষয়ে জানান, আমরা জানি- আমরা কতটা সক্ষম।

 

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। তাদের নিয়ে আশাবাদী নাজমুল হোসেন শান্ত। জানান, গুরুত্বপূর্ণ এ দুজন যখন ফিরে আসবে, তখন ভিন্ন বলের খেলা হবে।

জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলবেবাংলাদেশ। এর আগে নিজেদের মতো অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করবে টাইগাররা।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর