যুদ্ধবিরতির প্রস্তাব মানলে পদত্যাগ করবেন ইসরায়েলি দুই মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৪

ফিলিস্তিনের গাজায় গত অক্টোবর থেকে আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। দখলদারদের হামলায় সেখানে বহু বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এ অবস্থায় যুদ্ধবিরতির বিষয়টি সামনে এসেছে। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মেনে নেয়, তাহলে দেশটির দুই কট্টর ডানপন্থী মন্ত্রী পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়েছে, পদত্যাগের হুমকিদাতা দুই মন্ত্রীদের একজন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং অপরজন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভি। তারা বলেছেন, হামাসকে ধ্বংস করার আগে যে কোনো চুক্তির বিপক্ষে তারা।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, হামাসের সামরিক এবং শাসন ক্ষমতা ধ্বংস না হওয়া এবং সব জিম্মিকে মুক্তি না দেয়া পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতিতে যাবে না ইসরায়েল।

এর আগে গাজা যুদ্ধের অবসানে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  তিনি জানান, তিন-ধাপের প্রস্তাবটি ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরের মধ্য দিয়ে শুরু হবে। এর মধ্যে গাজার  জনবহুল সব এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পাশাপাশি ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে।

বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তারা বলেছে, প্রস্তাবকেইতিবাচকহিসেবে দেখছে তারা।

এদিকে এ প্রস্তাবকে ইসরায়েলের বিরোধী দলগুলো  সমর্থন জানিয়েছে। হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের পরিবারের সদস্যরা প্রস্তাব কার্যকর করার দাবি জানিয়েছেন।

 

প্রস্তাবের বিরোধীতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী । তিনি মনে করছেন, হামাসকে ধ্বংস না করে সব জিম্মিকে ফিরিয়ে না এনে প্রস্তাবিত পরিকল্পনায় সম্মত হয়ে যুদ্ধের সমাপ্তি ঘটানো কোনো সরকারের অংশ হবেন না। আরেক মন্ত্রী বেন-গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, চুক্তি.. মানে যুদ্ধের সমাপ্তি, হামাসকে ধ্বংসের লক্ষ্য বাদ দেওয়া।

এ প্রস্তাবকে বেপরোয়া চুক্তি হিসেবেই দেখছেন এ মন্ত্রী। তিনি মনে করছেন, এ চুক্তিসন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকির সৃষ্টি করে।

ওদিকে বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তিকে মেনে নেওয়ার জন্য ইসরায়েল এবং হামাসের প্রতি আহ্বান জানিয়েছে  মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানায়।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে

 


মন্তব্য
জেলার খবর