ঈদের পর অফিস সময় ৯-৫টা

নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২৪

২০২২ সালে দেশে সরকারি অফিসের সময় সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত করা হয়। সেখান থেকে সরে এসে আগের মতো অফিস সময় ৯ টা হতে বিকাল ৫টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ঈদুল আজহার ছুটির পর প্রথম রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার ( জুন) মন্ত্রিসভার বৈঠকে সময়সূচি নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে    সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে নতুন এ সময় সূচি নির্ধারণ করা হয়। নতুন সূচিতে রোববার থেকে বৃহস্পতিবার অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা। মাঝে  দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্ন বিরতি থাকবে। শুক্রবার শনিবার সাপ্তাহিক বন্ধ। দাপ্তরিক প্রয়োজনে কর্মঘণ্টা ব্যালান্স(সামঞ্জস্য) করার দরকার হওয়ায় এ পরিবর্তন করা হয়েছে।

বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ের জন্য এর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর