সাতক্ষীরার পাটকেলঘাটায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ ৫ জন আহত হয়েছেন। রোববার রাতে কুমিরা ইউনিয়নের নোয়াকাটি বাজারে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- নোয়াকাটি এলাকার মিন্টু সরদার, ফারুক হোসেন হাফিজ সরদার,ইউনূস সরদার ও রোকেয়া বেগম। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের মধ্যে ফারুক হোসেন জানান, গেল উপজেলা নির্বাচনে চিংড়ি প্রতিকের প্রার্থী সরদার মশিয়ারকে সর্মথন করেন তারা। বেশ কিছুদিন ধরে এ নিয়ে এলাকার কিছু যুবক ঝামেলা করছিল তাদের সঙ্গে। রোববার রাতে তাদের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এরপর একই এলাকার ১০/১২জন লোহার রড ও বাঁশ দিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তালা উপজেলার চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী সরদার মশিউর রহমান জানান, নির্বাচনে পরজিত হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় তার কর্মী-সমর্থকের উপর হামলার ঘটনা ঘটছে। হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, হামলার ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে