পঞ্চগড়ের বোদা উপজেলায় লাভলু মিয়া (২৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
লাভলু রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ চেংমারী এলাকার খলিলুর রহমানের ছেলে। রোববার রাতে নিজের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
জানা যায়, পঞ্চগড়ের সদর উপজেলার পত্রিকা এজেন্ট আসিফুজ্জামান আসিফ তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দেন। পরে মুঠোফোনে মোটরসাইকেলটি কেনার আগ্রহ প্রকাশ করেন এক ব্যক্তি। সেই সঙ্গে মোটরসাইকেলটি দেখার জন্য বোদা পৌরসভার নগরকুমারী এলাকায় আসিফকে আসতে বলেন তিনি। সেখানে আসিফ গেলে মোটরসাইকেলটি চালিয়ে দেখার কথা বলে নিয়ে যায় ওই ব্যক্তি। পরে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ২৩মে আসিফ বোদা থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। মামলার পরে অভিযানে নামে পুলিশ।
বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, সে আন্তঃজেলা যানবাহন চুরির সঙ্গে জড়িত, সে কথা ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে