প্রাইমারি স্কুলের বইয়ের অবস্থা ভয়াবহ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২৪

দেশের ইতিহাস বিষয়ে প্রাইমারি স্কুলের বইয়ের অবস্থা ভয়াবহ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এ বইয়ের মধ্যে মিথ্যা প্রচার চলেছে। বইয়ে একজনের নাম ছাড়া আর কারও নাম নেই। এমনকি তাজউদ্দীন আহমেদ, কর্নেল ওসমানীর নামও নাই। শুধু একনেতা এক দেশ,  বঙ্গবন্ধুর বাংলাদেশ।

সোমবার ( জুন) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায়  এসব কথা বলেন। মির্জা ফখরুল তার বক্তব্যে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের স্যাংশন  ও পুলিশ প্রধানের দুর্নীতি ও সংসদ সদস্য আনার হত্যাকান্ড  বিষয়ে কথা বলেন। সেই সঙ্গে জানিয়েছেন, এরা (আওয়ামী লীগ) দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান দলীয় সরকারের অধীনে তিনটা নির্বাচন হয়েছে। সবগুলো নির্বাচনেই প্রহসন হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, এ রকম বৈরী রাজনৈতিক পরিবেশে  সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব না। অর্থাৎ আওয়ামী লীগের তৈরী করা পরিস্থিতিতে কোনো দলই নির্বাচনে আসে না। নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়েছে। সরকার শুধু রাজনীতিকেই নয়, বরং পুরো দেশটাকেই ধ্বংস করে দিয়েছে।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর