স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশনের (বিবিওএ) নেতারা। সংগঠনটির পক্ষ থেকে গত ২ জুন মতবিনিময় করেন তারা।
মতবিনিময়কালে তাদের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. লোকমান হোসেন মিয়া,সাধারণ সম্পাদক ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. মো. মতিউর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, নবনিযুক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশনের সম্মানিত জীবন সদস্য। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কৃতি সন্তান।
বিডি২৪অনলাইন/সি/এমকে