মার্কিন শিক্ষার্থীদের আটক করে চীনা পুলিশ

২৫ মার্চ ২০২১

সম্প্রতি সাংহাইয়ের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যারণরত ছয় মার্কিনীসহ নয় শিক্ষার্থীকে আটক করেছে চীনা পুলিশ। একই রাতে দুইটি পৃথক দুইটি ঘটনার জের ধরে তাদের আটক করা হয়েছে।

দুই মার্কিন শিক্ষার্থীকে বার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে একজন যুবকের মাথায় লাথি মারা হয়েছে, আরেকজন নারীকে সাধারণ পোশাকে পুলিশ আটক করতে গেলে ধস্তাধস্তির সময় সে আঘাত পায়।

ওইদিন রাতেই এক জন্মদিনের পার্টি থেকে আরো সাতজন শিক্ষার্থীর একটি দলকে আটক করা হয় যারা যুক্তরাষ্ট্র,ফিনল্যান্ড,মরক্কো ও মালোয়েশিয়ার নাগরিক। 

ওয়াশিংটন পোস্ট


মন্তব্য
জেলার খবর