সাতক্ষীরা জেলার তালা উপজেলায় জাম গাছ থেকে পড়ে সোয়েব গাজী (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরের দিকে উপজেলার বারুইহাটি এলাকায় ঘটনাটি ঘটে।
সোয়েব গাজী উপজেলার খলিলননগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাসিন্দা ও প্রবাসী ইছার উদ্দীন গাজীর ছেলে। তিনি জাতপুর টেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাইভেট পড়ে বাড়ি ফেরছিলেন সোয়েব গাজী। পথে বারুইহাটির একটি জাম গাছে উঠেছিল জাম পাড়তে। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যায় ও মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে তালা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রজ্ঞা লাবনী তুলি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে