তিন দেশ থেকে এক লাখ টন সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২৪

 

চলতি অর্থবছরে সরকার ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার, ৩০ হাজার টন টিএসপি সার ৪০ হাজার টন ডিএপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বরাদ্দ ধরা হয়েছে ৩৯৭ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকা। রাষ্ট্রীয় চুক্তির আওতায কাতার, মরক্কো সৌদি আরব থেকে এ সার কেনা হবে।

 

মঙ্গলবার ( জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় সচিবালয়ে এ বৈঠকে  অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন। তিনি জানান, কাতারের কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (মুনাজাত) থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার কেনা হবে। এ জন্য বরাদ্দ ১৮ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা।  ওসিপি এস মরক্কোর কাছ থেকে পঞ্চম লটের ৩০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে।  এতে ব্যয় ধরা হয়েছে ১৩৪ কোটি ৫২ লাখ ৫৭ হাজার ৭৫ টাকা।  সৌদি আরবের মাআদেনের কাছ থেকে ষষ্ঠ লটের ৪০ হাজার টন ডিএপি সার কেনা হবে। এ জন্য খরচ  হবে ২৪৪ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকা।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর