কিশোরগঞ্জের কটিয়াদীর করগাঁও হাওর ও শিমুহা নদীতে থাকা দুটি সোতিবাঁধ অপসারণ করা হয়েছে। ৩টি বেড় জাল, ২৫টি কারেন্ট জাল ও ৩৫টি ম্যাজিক জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় দুইজনকে জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোতিবাঁধ দুটি অপসারণ ও জালগুলো জব্দ করেন। একই সঙ্গে দুইজনকে জরিমানার আদেশ দেন।
মাছের প্রজনন মৌসুমে হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, মৎস্য সম্পদ রক্ষায় উপজেলাব্যাপী এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
বিডি২৪অনলাইন/মাহবুবুর রহমান/সি/এমকে