পাটকেলঘাটায় সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই, হাসপাতালে ব্যবসায়ী

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ জুন ২০২৪

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় এক ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা তার কাছে থেকে ছিনতাই করা হয়েছে। ছিনতাইকারীদের হামলায় আহত ব্যবসায়ীকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৫ জুন) রাত সাড়ে বারোটার দিকে পাটকেলঘাটা বাজারের লাল চন্দ্রপুর এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম রিপন ঘোষ (৪০)। তিনি রাজেন্দ্রপুর গ্রামের দীলিপ ঘোষের ছেলে। পাটকেলঘাটা বাজারে বসুন্ধরা মেঘনা গ্রুপ অপ কোম্পানির ডিলারশিপের ব্যবসা রয়েছে তার।

আহত রিপন ঘোষ জানান, ঘটনার আগে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে হেঁটে  বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে লালচন্দ্রপুর খাতুনে জান্নাত মাদ্রাসার সামনে আসলে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। এ সময় পেছন থেকে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার ব্যাগে থাকা সাড়ে চার  টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে স্থানীয় স্বাগতা ক্লিনিকে ভর্তি করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা ( ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঘটনাটি শুনেছি। বিষয়ে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর