শেরপুরের নকলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে নকলা মানবিক সহায়তা যুব সংস্থা নামের স্থানীয় একটি সেচ্ছাসেবী সংগঠন।
বিশ্ব পরিবেশ দিবস বুধবার (৫ জুন) এ কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে তারা। শুরুর দিনে শহরের কায়দা বাজারদী গোরস্থান মাদরাসা প্রাঙ্গনে আম, জাম,কাঁঠাল,লিচু, মেহেগুনি,আকাশী ও ঔষধী নিম, আমলকীসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন তারা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক লিয়ন মির্জা, কায়দা বাজারদী গোরস্থান মাদরাসার মোহতামিম মাওলানা আহমাদ উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
নকলা মানবিক সহায়তা যুব সংস্থার সভাপতি আনোয়ার হোসাইন জানান, পরিবেশ রক্ষা ও গরমকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে তার সংস্থা বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে। এলাকার স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হবে।
বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে