সিন্ডিকেটে জড়িতদের তালিকা প্রকাশের দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২৪

জাতীয় সংসদ- ফাইল ছবি

সরবরাহ ঘাটতি, আন্তর্জাতিক বাজারে দরের ঊর্ধ্বমূখীসহ নানা পরিস্থিতিতে সক্রিয় হয় বাজার সিন্ডিকেট। জ্বালানির মূল্য বদ্ধিতে সক্রিয় হতে দেখা যায় যানবাহন সিন্ডিকেটও। হরহামেশাই এ সিন্ডিকেটের যাতাকলে পিষ্ট হয় সাধারণ মানুষ। এ অবস্থায় সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের তালিকা প্রকাশের দাবি উঠেছে জাতীয় সংসদে। সেই সঙ্গে অর্থপাচার আর কালোবাজারিদের নাম প্রকাশের দাবি জানানো হয়েছে।

বুধবার ( জুন) জাতীয় সংসদ অধিবেশনের অনির্ধারিত আলোচনায় এ দাবি জানান সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তারানা হালিম।  এর আগে সংসদে পয়েন্ট অব অর্ডারে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ মজিবুল হক স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ।

তারানা হালিম বলেন- যানবাহনে, রাস্তাঘাটে, বাজারে সিন্ডিকেট। সিন্ডিকেট কারা? তাদের সবার নাম প্রকাশ করা হোক। আমরা জানতে চাই পানামা পেপারসে, পেরাডাইস পেপারে কাদের নাম আছে; কানাডায়, বেগম পাড়ায় কার বাড়ি আছে? কে টাকা পাচার করেছে? কে কালোবাজারি করেছে? সবার নাম প্রকাশ করা হোক।

সংসদকে তারনা হালিম বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে টাকা পাচার রোধের বিষয় উল্লেখ আছে। কিন্তু সমস্যা হচ্ছে- শখের করাত  এদিকেও কাটে, ওই দিকেও কাটে। চোর ধরলে বলে কে ধরেছে?  না ধরলে বলে কেন ধরে নাই?  সব দোষ তাদের।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর