মন্তব্য
করোনা সংক্রমণ রুখতে শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তা জানা যাবে এক ঘণ্টার মধ্যেই। এই অভিনব পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
অভিনব পদ্ধতিটির নাম ‘স্যাটিন’ বা ‘সেরোলজিক্যাল অ্যাসে বেসড অন সিপ্লট ট্রাইপার্ট ন্যানোলুসিফারেজ’।
অধ্যাপক ইগর স্ট্যাগলজার বলেছেন, ‘এখন যে এলিজা পদ্ধতিতে কভিডের অ্যান্টিবডি পরীক্ষা বাজারে চালু রয়েছে, তার ফল জানতে অন্তত ছয় থেকে সাত ঘণ্টা অপেক্ষা করতে হয়। খরচও হয় অনেক বেশি। নতুন পদ্ধতি সময় ও খরচ দুই-ই কমাতে পারবে।’
আনন্দবাজার