শেরপুরের ঝিনাইগাতীতে ৫শ’ বোতল ফেনসিডিলসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে একটি অটোরিকশা জব্দ করা হয়। বৃহস্পতিবার (৬ জুন) বেলা সাড়ে ১০ টার দিকে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক সাড়ে ৭ লাখ টাকা।
গ্রেপ্তারকৃতরা- শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমীর হোসেন (৩০)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গজনী ও বাকাকুড়া বাজার অভিযান চালায় পুলিশ। এ সময় অটোরিকশাসহ তাদের আটক করা হয়। তবে তাদের আরো ২-৩ সহযোগি পালিয়ে যায়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি২৪অনলাইন/রাকিবুল আওয়াল/সি/এমকে