শেরপুরে ৫শ’ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই

শেরপুর প্রতিনিধি
০৬ জুন ২০২৪

শেরপুরের ঝিনাইগাতীতে ৫শ’ বোতল ফেনসিডিলসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে একটি অটোরিকশা জব্দ করা হয়।  বৃহস্পতিবার (৬ জুন) বেলা সাড়ে ১০ টার দিকে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী বাকাকুড়া বাজারের মধ্যবর্তী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা ফেন্সিডিলের  বাজার মূল্য আনুমানিক সাড়ে লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা- শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমীর হোসেন (৩০)

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গজনী বাকাকুড়া বাজার অভিযান চালায় পুলিশ। এ সময় অটোরিকশাসহ তাদের আটক করা হয়। তবে তাদের আরো - সহযোগি পালিয়ে যায়।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল  বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/রাকিবুল আওয়াল/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর