সংসদে বাজেট উত্থাপন, অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি

নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২৪

আগামী অর্থবছরের (২০২৪-২৫) বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।  এবারের বাজেটের আকার লাখ ৯৭ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ বাজেট উত্থাপন করেন।

এ দিকে বাজেট উত্থাপনের পর সংসদ অধিবেশন আগামী রোববার ( জুন) সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার . শিরীন শারমিন চৌধুরী

বৃহস্পতিবার (০৬ জুন) এ বাজেট অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভা কক্ষে  মন্ত্রিসভার বিশেষ বৈঠক হয়।

এবারের বাজেট আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম ও অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। এটা দেশের ৫৩তম বাজেট।

এবারের বাজেটে চলতি অর্থবছরের চেয়ে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয় বাড়াতে চায় সরকার। চলতি অর্থবছরের বাজেটের আকার লাখ ৬১ হাজার কোটি টাকা।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর