আগামী অর্থবছরের (২০২৪-২৫) বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এবারের বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ বাজেট উত্থাপন করেন।
এ দিকে বাজেট উত্থাপনের পর সংসদ অধিবেশন আগামী রোববার (৯ জুন) সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ।
বৃহস্পতিবার (০৬ জুন) এ বাজেট অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভা কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক হয়।
এবারের বাজেট আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম ও অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। এটা দেশের ৫৩তম বাজেট।
এবারের বাজেটে চলতি অর্থবছরের চেয়ে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয় বাড়াতে চায় সরকার। চলতি অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।
বিডি২৪অনলাইন/ই/এমকে