ধামইরহাটে শিক্ষার্থীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে চেক বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
০৬ জুন ২০২৪

নওগাঁর ধামইরহাটে সরকারিভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বয়স্ক ব্যক্তি, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক, দরিদ্র রোগীদের মাঝে এককালীন নগদ অর্থ  ভিক্ষুকদের মাঝে  ভেড়া বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে চেক, অর্থ ও ভেড়া  বিতরণ করা হয়।  

তালিকাভুক্ত সুবিধাপ্রাপ্ত ৮০ জন শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ১৫৫ জন বয়স্ক নারী পুরুষের প্রত্যেককে ১ হাজার ৭৫০ টাকার চেক, বিভিন্ন রোগে আক্রান্ত ৩৮ জন রোগী প্রতি মাথাপিছু  এককালীন ৫০ হাজার টাকা এবং ১৮ জন ভিক্ষুকের প্রত্যেককে ২টি করে ভেড়া বিতরণ করা হয়। ভিক্ষুকদের ভেড়া দেওয়া হয় পূনর্বাসনের জন্য।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম সভাপতিত্ব করেন। উপস্থিতি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম,  উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, ধামইরহাট ইউনিয়নের চেয়ারম্যান এটিএম বদিউল আলম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ প্রমুখ। 

 

বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর