নকলায় পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি
০৬ জুন ২০২৪

শেরপুরের নকলায় খালের পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। গোসল করতে ওই খালে নেমেছিল তারা।  বৃহস্পতিবার (৬জুন) দুপুরে গণপদ্দী ইউনিয়নের বিহারিরপাড় উত্তরপাড়া গ্রামের ঘোড়ামারা খালে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছে- ওই গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেবের মেয়ে মারিয়া আক্তার মিম (১২) ছেলে মাসুদ রানা () মারিয়া একটি এতিমখানায় চতুর্থ শ্রেণিতে এবং মাসুদ স্থানীয় মনিরুজ্জামান আইডিয়াল স্কুলে নার্সারিতে পড়তো।

এদিকে দুই সহোদর ভাই-বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজনের সাথে বাড়ির পাশে ওই খালে গোসল করতে যায় মারিয়া মাসুদ। সেখানে মাসুদ হঠাৎ পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে এগিয়ে যায় তার বোন। এ সময় সে নিজেও ডুবে যায়। পরে অন্যদের ডাক চিৎকারে স্থানীয়রা খালে তাদের খুঁজাখুঁজি করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া বলেন, খালের পানিতে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান স্থানীয়দের সহযোগিতায় দুজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে


মন্তব্য
জেলার খবর