দেশের আট জেলা ও এক বিভাগে মৃদ ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে অতিরিক্ত আর্দ্রতার কারণে অনুভূত অস্বস্তিও অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৯টা পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, দেশের জেলাগুলোর মধ্যে ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, রাঙ্গামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলায় এবং খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাসের সম্ভাবনা থাকলেও অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা গোটা দেশেই প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিভাগগুলোর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ, রাজশাহী ও ঢাকার অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে