যশের নারী ভক্তের মজার কাণ্ড

২৫ মার্চ ২০২১

ভারতের পশ্চিমবঙ্গে চলছে নির্বাচনী প্রচারণা। এই প্রচারণা চলাকালে নানা সময়ে ঘটছে মজার ঘটনা। বিজেপি প্রার্থী যশের প্রচারণার সময়ও ঘটল এক মজার ঘটনা। প্রচারণার সময় এক নারী তার গলা টেনে ধরে সেলফি তুললেন। চিৎকার জুড়ে দিলেন। হাত টেনে ধরে চুমু খেতেও ছাড়লেন না।

ফিল্মি কায়দায় বাইক চালিয়ে প্রচারে বেরিয়েছিলেন পর্দার নায়ক, বিজেপি প্রার্থী যশ। রাস্তায় দাঁড়িয়েছিলেন এক নারী। যশের বাইক পৌঁছতেই তা আটকে আবেগে চিৎকার জুড়ে দিলেন তিনি। 'আই লাভ ইউ' বলতে বলতে ছুটে এলেন প্রিয় তারকার দিকে। যশকে জড়িয়ে ধরতেও ছাড়লেন না তিনি। প্রিয় তারকার গলা টেনে ধরে সেলফি তুললেন। হাত টেনে ধরে চুমুও খেতেও ছাড়লেন না।

জি নিউজ


মন্তব্য
জেলার খবর