সাকিবের জায়গা ধরে রাখতে পারলেন না হাসারাঙ্গা

নিজস্ব প্রতিবেদক
০৭ জুন ২০২৪

সপ্তাহ খানেক আগে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে  সাকিব আল হাসানের জায়গা দখলে নিয়েছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু সেটা আর বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি। আবারও ক্রিকেটের এ ফরমেটে শীর্ষস্থান দখলে নিয়েছেন সাকিব।

সম্প্রতি পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের তালিকা হালনাগাদ করেছে আইসিসি। সে তালিকায় অবনমন হয়েছে হাসারাঙ্গার। বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংটা ভালো হলেও ব্যাটিংয়ে আশানুরূপ করেতে পারেননি হাসারাঙ্গা। ফলে রেটিং পয়েন্ট কমে গেছে তার। ২২২ পয়েন্ট নিয়ে এখন তালিকায়  দুইয়ে আছেন তিনি।

ওদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও কোনো ম্যাচ না খেলেনি বাংলাদেশ। ফলে আগের রেটিং পয়েন্ট রয়ে গেছে সাকিবের। হারারাঙ্গার চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন তিনি।

এদিকে টি-টোয়েন্টি ফরমেটে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচের মধ্যে বাকিরা হলেন- আফগানিস্তানের মোহাম্মদ নবি (২১২ রেটিং পয়েন্ট), জিম্বাবুয়ের সিকান্দার রাজা (২১০ রেটিং পয়েন্ট) অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস (২০৪ রেটিং পয়েন্ট)

 

বিডি২৪অনলাইন/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর