আইটেম গানের ঝলক নিয়ে প্রকাশ্যে এসেছে নির্মাতা রাশিদ পলাশের সিনেমা ‘ময়ূরাক্ষী’। সোশ্যাল মিডিয়া পেজে ছবির একটি ভিডিও প্রকাশ করা হয়। এ ভিডিওটির ব্যাপ্তিকাল ২ মিনিট ৫ সেকেন্ড। ভিডিওতে পিরিতির বাজার এহন আগের মতো নাই শিরোনামে এ গানে নাচতে দেখা যায় আলিশা ইসলামকে।
ঈদুল আজহায় এ সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। আইটেম গান প্রকাশ হওয়ার কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার ও টিজার।
সিনেমার নির্মাতা রাশিদ পলাশ সংবাদ মাধ্যমকে জানান, এটাকে ইন্ট্রোডিউসিং সং বলতে চান তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাকি। সংগীত আয়োজন করেছেন নাদিম ভুঁইয়া, গান ভিডিও ও গ্রাফিক্সে রিকশা পেইন্ট।
এ সিনেমায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। প্রেম ও প্রতারণার সত্য ঘটনার ছায়া অবলম্বনে গড়ে ওঠেছে সিনেমার গল্প। রোমান্টিক ঘরানার থ্রিলার এ সিনেমায় বিমান ছিনতাইয়ের ঘটনা দেখা যাবে।
সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী।
বিডি২৪অনলাইন/ই/এমকে