তার সরকার আগামী অর্থবছরের (২০২৪-২৫) বাজেট অত্যন্ত পরিকল্পিতভাবে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সব থেকে বড় চ্যালেঞ্জ খাদ্যমূল্য ঠিক রাখা। তবে উৎপাদন বাড়ানো এবং সরবরাহ ঠিক রাখতে পারলে কখনো খাবারের অভাব হবে না। নিজেরা উদ্যোগী ও উৎপাদনে মনোযোগী হলে নিজের পায়ে দাঁড়াতে পারবো আমরা।
শুক্রবার (৭ জুন) বিকালে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী।
প্রস্তাবিত বাজেটে ঘাটতি প্রসঙ্গে শেখ হাসিনা জানান, এ নিয়ে অনেকে কথা বলেন। বাজেট ঘাটতি আমরা ৫ শতাংশের মধ্যে রাখি। এবার ৪ দশমিক ৬ শতাংশের মধ্যে রাখা হয়েছে। পৃথিবীর বহুদেশ, এমনকি উন্নত দেশে এর চেয়ে বেশি ঘাটতি থাকে বলে জানান তিনি। সংকটের মধ্যে বাজেট দিতে পেরে এ সময় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
ব্যাংকে টাকা আনতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানান শেখ হাসিনা। বলেন, আমি ঠাট্টা করে বলি- মাছ ধরতে হলে আধার দিতে হয়। আধার ছাড়া মাছ আসবে না। এটা সেরকম একটা ব্যবস্থা। এ সুযোগ আগেও ছিল। প্রত্যেক সরকার করে এটা।
তিনি আরও বলেন, এখন এক কাঠা জমি যার, সেই কোটিপতি। কিন্তু সরকারি হিসাবের চেয়ে বেশি দামে বেচে তারা। উদ্বৃত্ত টাকাটা তারা গুজে রাখে। এ টাকা গুজে না রেখে সামান্য কর দিয়ে জায়গা মতো,পথে আসুক। তারপর কর দিতেই হবে।
বর্তমানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, গ্রাম পর্যন্ত আর্থিক সচ্ছলতা এসেছে মানুষের। প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করেছি। আওয়ামী লীগ সরকারে থাকলে ভাগ্য পরিবর্তন হয় মানুষের, এটা প্রমাণ করেছি।
বিডি২৪অনলাইন/এন/এমকে