মন্তব্য
আগামী ১৭ জুন সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। শুক্রবার (৭ জুন) রাত সাড়ে নয়টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
ধর্মমন্ত্রী জানান, শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (৮ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করেন। এদিনে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বিশ্বের সামর্থ্যবান মুসলিমরা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট প্রভৃতি কোরবানি করেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে