অনেকদিনই হচ্ছে ঊর্ধ্বমূখী মূল্যস্ফীতির গ্যারাকলে আটকে আছে দেশের সাধারণ মানুষ। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে বেকায়দায় আছেন নিম্ন আয়ের ভোক্তারা। মাসিক সংসার খরচ আর আয় নিয়ে ভাবতে হচ্ছে নিম্নবিত্তদের। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মূল্যস্ফীতি নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এ মুহূর্তে তার সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা হয়। সেখানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির সূচনা বক্তব্যে মূল্যস্ফীতি প্রসঙ্গটি নিয়ে কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আগামী অর্থবছরের (২০২৪-২৫) বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে (বাজেটে) মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য, চিকিৎসা, শিক্ষা ক্ষেত্র- এসব দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। মূল্যস্ফীতির চাপটা যেন না আসে, সেদিকে খেয়াল রাখা হয়েছে। এখন মূল্যস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, সেটা আমাদের বড় চ্যালেঞ্জ। খুব বেশি বড় বাজেট না, কিন্তু দেশের উন্নয়নটা যেন অব্যাহত থাকে- সেদিকে লক্ষ্য রেখেই বাজেটটা প্রণয়ন করা হয়েছে এবার, যোগ করেন শেখ হাসিনা।
তার সরকারের সময় দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশ বদলে গেছে। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। তিনি জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় মুদ্রাস্ফীতি ছিল ১২ দশমিক ৩ শতাংশের মতো। আর রিজার্ভ ১ বিলিয়নও ছিল না তখন। সেখান থেকে অর্থনীতিকে অনেক উপরে তুলে আনা হয়েছে।
বিডি২৪অনলাইন/ই/এমকে